Home সংবাদসিটি টকস কালীপুজোর ব্যস্ততার মাঝেই রাজ্যবাসীকে সতর্কবার্তা মমতার

কালীপুজোর ব্যস্ততার মাঝেই রাজ্যবাসীকে সতর্কবার্তা মমতার

সোমবার কালীপুজো । প্রতি বছরের মতো এই বছরও মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোর আয়োজন। প্রতিবছর নিজেই ভোগ রান্না করেন মমতা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সোমবার কালীপুজো । প্রতি বছরের মতো এই বছরও মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোর আয়োজন। প্রতিবছর নিজেই ভোগ রান্না করেন মমতা। এই বছরও তাঁর অন্যথা হলো না। সেই প্রসঙ্গে একটি ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে। কয়েক মুহূর্ত পূর্বেই তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে মা কালীর ভোগ রান্না করতে দেখা যাচ্ছে। ছবিগুলি শেয়ার করা মাত্রই মুহূর্তের মধ্যে সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে। পাশাপাশি পুজোর প্রস্তুতি প্রায় শেষ।

পুজোর মধ্যেই সাংবাদিক বৈঠক করে যে সব এলাকায় আবহাওয়া পরিস্থিতি খারাপ সেখানে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর জন্য রাজ্যবাসীকে সতর্ক করলেন তিনি। মুখ্যমন্ত্রী সোমবার বলেছেন, ‘‌কালীপুজো, দীপাবলিতে আনন্দ করুন। তবে ঝড়বৃষ্টি বেশি হলে ঘরে থাকাই নিরাপদ। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভাল। কারণ, কখন কী হয় সবটা বলা যায় না। প্রশাসন সবরকমভাবে প্রস্তুত। আপনারা সাবধানে উত্‍সব করুন।’‌ এরপরই মমতা বলেন, ‘‌সাইক্লোন বাংলাদেশে চলে গেছে। আজ রাত ১২টা নাগাদ ওখানে ল্যান্ডফল হবে। বাংলায় হালকা বৃষ্টি হবে। সবাইকে অনুরোধ, এখনও ফিরবেন না। আপনারা রিলিফ সেন্টারে থাকুন। সরকার যা ব্যবস্থা নিয়েছে, সেটা মেনে চলুন। সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে।’‌ তথ্য দিয়ে মমতা জানিয়েছেন এখনও অবধি ৬৭ হাজার ৯৭৩ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।


এটা ঘটনা বাড়ির কালীপুজোয় ভীষণ ব্যস্ত থাকেন মমতা। দিনভর উপোস করে নিজের হাতে সমস্ত আয়োজন করেন। আবার অতিথি আপ্যায়ণও করেন। পুজোর জায়গা সাজানো থেকে পুরোহিতকে সাহায্য, একা হাতেই সোমবার মমতা সব করেছেন। আবার ভোগ রান্নাও করেছেন একাই। তার মধ্যেই খোঁজ রাখছেন ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির উপর।

Related Articles

Leave a Comment