Home বিনোদনবলিউড দুঃস্থ শিশুদের সঙ্গে সময় কাটিয়ে’ভুলভুলাইয়া টু’-র সাফল্য উদযাপন করলেন কার্তিক আরিয়ান

দুঃস্থ শিশুদের সঙ্গে সময় কাটিয়ে’ভুলভুলাইয়া টু’-র সাফল্য উদযাপন করলেন কার্তিক আরিয়ান

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:’ভুলভুলাইয়া টু’ ইতিমধ্যেই ১৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এখন লক্ষ্য ২০০ কোটির ক্লাবে পৌঁছনো। বলিউড তারকা কার্তিক আরিয়ানের এই ছবিকে ব্লকবাস্টার হিট ঘোষণা করে দিয়েছেন ট্রেড অ্যানালিস্টরা। আর ১৭৫ কোটির ব্যবসা করার পর ভিন্নভাবে সাফল্য উদযাপন করছেন অভিনেতা।

 

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

 

কার্তিক আরিয়ানের উদ্যোগে ভুল ভুলাইয়া-২ ছবিটি দেখল ১২০ জন দুঃস্থ শিশু।তবে শুধু সিনেমা দেখাই নয়, সঙ্গে ওই শিশুদের সঙ্গে খাওয়া-দাওয়া এবং দেদার আড্ডাও দিলেন কার্তিক।

 

 

প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে, তাঁর সঙ্গে সিনেমা দেখে, ছবি তুলে খুশি শিশুরা। এদিন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি পোস্ট করেছেন। তার মধ্যে একটিতে তিনি ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দেওয়া ‘ভুলভুলাইয়া টু’ ছবির বক্স অফিস কালেকশন শেয়ার করেছেন।

 

আরও পড়ুনঃ কিছুটা কমল সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৯৮ জন

 

তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ বুধবার পর্যন্ত ‘ভুলভুলাইয়া টু’ ব্যবসা করেছে ১৭৫.০২ কোটি টাকার। আর তারপর আরও দুটি ভিডিও পোস্ট করেছেন। দুটি ভিডিওতেই তাঁকে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে।

Related Articles

Leave a Comment