Home সংবাদসিটি টকস ED Raid: ইডির তল্লাশিতে উদ্ধার করা হয় প্রায় ২ কোটি টাকা

ED Raid: ইডির তল্লাশিতে উদ্ধার করা হয় প্রায় ২ কোটি টাকা

by Web Desk
ED Raid: Kestopur ED raid unveils crore online fraud

কেষ্টপুরে ইডি তল্লাশি: রবিনস যাদবের বাড়িতে প্রায় ২ কোটি টাকা উদ্ধার

ফের উদ্ধার নগদ টাকা । কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  সূত্রের খবর, বিহারে অনলাইন জালিয়াতি মামলায় তল্লাশি চালায় ইডি। ইডির তল্লাশিতে উদ্ধার করা হয় প্রায় ২ কোটি টাকা। জানা যাচ্ছে বুধবার সন্ধ্যায় পাটনা থেকে ইডি আধিকারিকরা কেষ্টপুরের রবীন্দ্রপল্লির তালবাগান অঞ্চলের AF ১৮৯/১ নম্বর বাড়িতে হানা দেন। সেখানে রবিনস যাদব নামে এক ব্যক্তি ভাড়া থাকে । মূলত সেই ব্যক্তির বিরুদ্ধে বিহারের পাটনায় অনলাইন জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়। পরবর্তী সময়ে ইডি সেই মামলার তদন্ত শুরু করে। ইডির তল্লাশিতে উঠে আসে  রবিনস যাদবের নাম।

কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে রবিনসের ভাড়াবাড়িতে যায় ইডি আধিকারিকের দল

তদন্তের স্বার্থে কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে রবিনসের ভাড়াবাড়িতে যায় ইডি আধিকারিকের দল। সূত্র মারফত জানা যায় রবিনস সেই সময় ওই বাড়িতে ছিল না। তার এক বন্ধু ওই ঘরে সেই মুহূর্তে তার বাড়িতে উপস্থিত ছিলেন। তদন্তকারীদের দাবি, সেখান থেকে প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা উদ্ধার হয়। যদিও এই ঘটনায় বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করলে তিনি   ক্যামেরার সামনে আসতে চাননি।  তার কথায়, ইডি আধিকারিকেরা তল্লাশি চালান। রবিনস তাদের বাড়িতে বন্ধুদের সঙ্গে ভাড়া থাকতেন বলেও জানান বাড়ির মালিক।

প্রসঙ্গত নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় হানা দিল ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার অন্তত ৯টি জায়গায় তল্লাশি চালান তাঁরা সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।

Related Articles

Leave a Comment