Home সংবাদবর্তমান ঘটনা Khalistani Terrorist:‌ পাকিস্তানে মৃত্যু হল খলিস্তানি জঙ্গি নেতা লখবির সিং রোদের

Khalistani Terrorist:‌ পাকিস্তানে মৃত্যু হল খলিস্তানি জঙ্গি নেতা লখবির সিং রোদের

by Web Desk
Khalistani Terrorist:‌ পাকিস্তানে মৃত্যু হল খলিস্তানি জঙ্গি নেতা লখবির সিং রোদের

পাকিস্তানে মৃত্যু লখবির সিং রোদের

পাকিস্তানে মৃত্যু হল খলিস্তানি জঙ্গি নেতা। লখবির সিং রোদের। সন্ত্রাসবাদীর তকমা পায় ভারত। জানা যাচ্ছে, গত ২ ডিসেম্বর তার মৃত্যু হয়েছে। নেতার শেষকৃত্যও সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে ভারতে নাশকতা চালানোর অভিযোগ এনেছিল  লখবিরের বিরুদ্ধে।

পাঞ্জাবের একাধিক এলাকায় নাশকতার ছক

গত কয়েকদিনে একাধিকবার ভারতের শত্রুদের মৃত্যুর খবর পাওয়া যায় পাকিস্তান থেকে। এবার সেই তালিকায় নতুন সংযোজন খলিস্তানি জঙ্গি নেতা। নিষিদ্ধ সংগঠন শিখ ইউথ ফেডারেশনের প্রধান ছিল লখবির সিং। পাঞ্জাবের একাধিক এলাকায় নাশকতা চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। খলিস্তান আন্দোলনের অন্যতম পুরোধা বিন্দ্রনওয়ালের ভাইপো ছিল এই লখবির। তাকে সন্ত্রাসবাদী তকমাও দিয়েছে ভারত সরকার।

একাধিক মামলা দায়ের লখবিরের বিরুদ্ধে

অভিযোগ ওঠে । পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) পরিচালনায় পাঞ্জাবে নাশকতা চালাত লখবির। ২০২১ থেকে শুরু করে দুবছর ধরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে গিয়েছে লখবির। তার বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের হয়েছে। তদন্তে নেমে লখবিরের বাড়িতে তল্লাশিও চালায় এনআইএ (NIA)। তারপরই লখবিরের সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

গোপনীয়তার সঙ্গে শেষকৃত্য জঙ্গির

সূত্রের খবর অনুযায়ী গত ২ ডিসেম্বর পাকিস্তানে মৃত্যু হয়েছে লখবিরের।গত ২ ডিসেম্বর পাকিস্তানে মৃত্যু হয়েছে লখবিরের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খলিস্তানি জঙ্গি নেতার। সুত্র মারফত জানা যাচ্ছে গোপনীয়তার সঙ্গে শিখ রীতি মেনেই তার শেষকৃত্য করা হয়েছে । যদিও সরকারিবভাবে এই মৃত্যু সংক্রান্ত কোনও খবর মেলেনি।

Related Articles

Leave a Comment