Home বিনোদনবলিউড কিংবদন্তি কিশোর কুমারকে নিয়ে তৃণমূল-বিজেপির তরজা

কিংবদন্তি কিশোর কুমারকে নিয়ে তৃণমূল-বিজেপির তরজা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:অমর শিল্পী কিশোর কুমারের আজ ৯৩ তম দিবস।সেই উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও টালিগঞ্জে অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশিষ্ট কিশোর কন্ঠী কলাকুশলিরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ স্থানীয় কাউন্সিলার রা।অমর শিল্পীর কন্ঠে গান গেয়ে শিল্পীরা কিশোর কুমারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন ।এছাড়াও তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।কিশোর কন্ঠী নামে পরিচিত গৌতম ঘোষকে সংবর্ধিত করা হয় এছাড়াও রচনা ব্যানার্জি অন্যান্য আরও অনেক কলা কুশলীদের এই মঞ্চে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। দীর্ঘ ৩০ বছর ধরে এই অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে বলে জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি তার বক্তব্য কিশোর কুমার বাংলার আবেগ তাই সকলের জন্যই এই মঞ্চ উন্মুক্ত যে কেউ তাকে এই মঞ্চে এসে শ্রদ্ধা জানাতে পারেন।

অন্যদিকে কিশোর কুমারের 93 তম জন্মদিবসে টালিগঞ্জে বিজেপিকে কিশোর কুমারের মূর্তিতে মাল্যদান করতে বিরত রাখতে চায় শাসক গোষ্ঠী। এই অভিযোগে বিজেপির পক্ষ থেকে টালিগঞ্জ মেট্রো মেন গেটের সামনে কিশোর কুমারকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে আয়োজন করা হয়।
বিজেপির তরফ থেকে কালচারাল সেলের উদ্যোগে একটি স্বতন্ত্র কার্যক্রম নেওয়া হয়েছে মহানায়ক মেট্রো রেল (টালিগঞ্জ) স্টেশনের সামনে। অনুষ্ঠানে মাল্যদান করে শ্রদ্ধা জানায় বিজেপি।উপস্থিত ছিলেন রাজ্য কালচারাল সেলের কনভেনর রুদ্রনীল ঘোষ, দক্ষিণ কলকাতার সভানেত্রী সংঘমিত্রা চৌধুরী সহ আরও অনেক নেতৃত্ব। শিল্পী কারুর একার নয় কোন দলের নয় তাকে শ্রদ্ধা জানানোর অধিকার সবার আছে কিন্তু শাসকদলের কিছু লোক মূর্তি আগলে রাজনীতি করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন রুদ্রনীল ঘোষ। এমনকি পুলিশও তাদের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

Topics

Kishore Kumar  Singer  Music  BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment