Home বিনোদনবলিউড KIFF – ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এবারের অনুষ্ঠানে দেখুন, কি কি নতুন চমক থাকছে!

KIFF – ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এবারের অনুষ্ঠানে দেখুন, কি কি নতুন চমক থাকছে!

by Web Desk
KIFF - ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এবারের অনুষ্ঠানে দেখুন, কি কি নতুন চমক থাকছে!

KIFF Kolkata International Film Festival : আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়। এ বারের উৎসবের ‘থিম সং’ এর ভাবনায় থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা গেয়েছেন আমাদের সকলের প্রিয় অরিজিৎ সিংহ। বুধবার সন্ধ্যায় রবীন্দ্র সদনে সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন উৎসব কর্তৃপক্ষ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। সূত্রের খবর এই অনুষ্ঠানে থাকবেন সলমন খান, অনিল কপূর, কমল হাসন, শত্রুঘ্ন সিন্‌হা, সোনাক্ষী সিন্‌হা, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেশ ভট্ট। শহরের ২৩ টি প্রেক্ষাগৃহে ২১৯টি ছবি প্রদর্শিত হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।

বুধবারের সাংবাদিক বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বিরবাহা হাঁসদা-সহ উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, গৌতম ঘোষ, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায়েরা। এই প্রথম কোন থিম সং গাইলেন অরিজিৎ।

কলকাতা চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হত কিন্তু বাংলার ক্ষেত্রে তেমনটা ঘটেনি, এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। এ প্রসঙ্গে অভিনেতা চিরঞ্জিৎ বলেন, ‘‘হয়তো অনেক আগেই আমাদের উদ্যোগী হওয়া উচিত ছিল। অবশেষে সেটা বাস্তবায়িত হওয়ায় আমি অত্যন্ত খুশি।’’ এই প্রথম উৎসবের ‘বেঙ্গলি প্যানোরামা’ বিভাগে দেওয়া হবে পুরস্কার। সঙ্গে থাকছে সাড়ে সাত লক্ষ টাকার পুরস্কারমূল্য এবং গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি।

এবারের উৎসবের মূল আকর্ষণ, ‘ফোকাস কান্ট্রি’ স্পেন। ‘স্পেশ্যাল ফোকাস কান্ট্রি’ অস্ট্রেলিয়া। উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ, শৈলেন্দ্রকে। ‘হোমেজ’ বিভাগে সৌমেন্দু রায়-সহ আরও ৪ ব্যক্তিত্বের ছবি দেখানো হবে। সূত্রের খবর, ৯ ডিসেম্বর ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’ দেওয়ার কথা লরেন্স কার্দিশের। উৎসবে থাকছে ‘ইন সার্চ অফ আইডেন্টিটি’ এবং পরিবেশ বিষয়ক ছবি নিয়ে দু’টি বিশেষ বিভাগ। মৃণাল সেনকে নিয়ে ‘দ্য ম্যাভেরিক’ এবং গগনেন্দ্র প্রদর্শন শালায় দেব আনন্দকে নিয়ে এভার গ্রিন দেব আনন্দ’ শীর্ষক দু’টি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জানা যাচ্ছে,  বলিউডের একাধিক ব্যক্তিদের আসার কথা এই অনুষ্ঠানে ‘মাস্টার ক্লাস’-এ অংশ নেবেন অভিনেতা সৌরভ শুক্ল, মনোজ বাজপেয়ী এবং পরিচালক সুধীর মিশ্র। উৎসবে তাঁর চর্চিত ছবি ‘কেনেডি’র প্রদর্শন উপলক্ষে উপস্থিত থাকবেন পরিচালক অনুরাগ কাশ্যপ। উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি।

Related Articles

Leave a Comment