কলকাতা টুডে ব্যুরো:বাংলার জামাই অমিতাভ বচ্চনের হাতেই এবার শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভারম্ভ। তবে এবার প্রথম নয়, এর আগেও চলচ্চিত্র উৎসবের মঞ্চের মূল আকর্ষণ ছিলেন বলিউড শাহেনশাহ। তবে এবার সঙ্গী বাংলার মেয়ে এবং তাঁর স্ত্রী জয়া বচ্চন। বাংলার সঙ্গে যে তাঁর প্রাণের বন্ধন তা আরও একবার বুঝিয়ে দিলেন বিগ বি। ভাষণের শুরুতেই পরিষ্কার বাংলায় অমিতাভ বলেন, ”এখানে আসার জন্য আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমিও তিনবছর ধরে অপেক্ষা করছি। আপনাদের আদরের ডাক বাংলার জামাই, আমি সারাজীবন আপনাদের জামাই-ই থাকব। তিন বছর আসতে না পারার জন্য আমারও খুব মন খারাপ ছিল। কলকাতা তো আমার বাড়ির মতো। মমতাজিকে ধন্যবাদ। আমাকে আবার চলচ্চিত্র উৎসবেআমন্ত্রণ জানানোর জন্য।” উনি বলেন, ”কলকাতা তোমাকে স্যালুট আমাকে আমার প্রথম চাকরি দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ জয়াকে ওর প্রথম বাংলা ছবি ‘মহানগর’ দেওয়ার জন্য। সত্যজিৎ রায়ের সঙ্গে ওটাই ছিল ওঁর প্রথম কাজ। শুদ্ধতা এবং সম্প্রীতিই বাংলার পরিচয়।” চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমেই সিনিয়র বচ্চনের গলায় ফিরে আসে মহামারির সময়ের আতঙ্ক। কীভাবে করোনা আর্থিক, সাামাজিক ভাবে আমাদের ক্ষতিগ্রস্থ করেছে তা ব্যাখা করেন তিনি। বলেন, করোনার প্রভাব থেকে সাংঘাতিক ক্ষতিগ্রস্থ ফিল্ম ইন্ডাস্ট্রি। ফিল্মের প্রাণ উদযাপনের জন্যই চলচ্চিত্র উৎসব, বলেন অমিতাভ।