Home বিনোদনবলিউড কিশোর কুমারকে শ্রদ্ধা টালিগঞ্জের কলা-কুশলীদের

কিশোর কুমারকে শ্রদ্ধা টালিগঞ্জের কলা-কুশলীদের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:প্রতি বছরের মতো এ বছরও টালিগঞ্জে পালন করা হল কিশোর কুমারের জন্মদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন গায়ক গৌতম ঘোষ, রচনা বন্দ্যোপাধ্য়ায়, জোজো, সোহম প্রমুখ। দীর্ঘ ৩০ বছর ধরে এই অনুষ্ঠান করে আসা হচ্ছে।এভাবেই কিশোরের ভক্তবৃন্দ তাঁদের ‘গুরুদেব’কে স্মরণ করে আসছেন বছরের পর বছর ধরে। এই বছরও তার ব্যতিক্রম নয়।  কিশোরকণ্ঠী গায়ক গৌতম ঘোষ ও আরও অনেককে সংবর্ধিত করা হয়। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এই মঞ্চ সবার জন্য, সবাই মঞ্চে এসে কিশোর কুমার শ্রদ্ধা জানাতে পারেন।

এদিন কিশোর কুমার কে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানান অভিনেতা এবং বিধায়ক সোহম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও কিশোর কুমারের স্মৃতিচারণা করেন।

১৯২৯ সালের ৪ অগাস্ট মধ্যপ্রদেশের এক বাঙালি পরিবারে জন্ম গ্রহণ করেন কিশোর কুমার। আজ তাঁর ৯৪ তম জন্মবার্ষিকী।
কিশোর আসলে তাঁর ডাক নাম ছিল। ভাল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। বম্বে টকিজ ছবিতে দাদা অশোক কুমেরের সঙ্গে গান গেয়েছিলেন। সেই সময়ে নিজের কিশোর নামটাই ব্যবহার করেছিলেন তিনি।

পরে সেই নামটাই থেকে যায়।বাংলা, হিন্দি, ভোজপুরি, অসমিয়া-সহ মোট ২০০০-এরও বেশি গান গেয়েছেন কিশোর কুমার।
৮ বার পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড।তাঁর গানে লিপ দিয়েছেন অমিতাভ বচ্চন, উত্তম কুমার, রাজেশ খান্না, সঞ্জীব কুমার, সৌমিত্র চট্টোপাধ্য়ায়-সহ আরও অনেকে। শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, গুলজার, গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্য়ায়-সহ আরও বহু সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।

Topics

Kishore Kumar  Singer  Music  Tribute Entertainment Kolkata

Related Articles

Leave a Comment