কলকাতা টুডে ব্যুরো:গায়ক কে কে-র আকস্মিক প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন কলকাতায় একটি শো-এর পরই অসুস্থ বোধ করেন বিখ্যাত এই গায়ক৷ তার পরই কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷
ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘কে কে নামে জনপ্রিয়, বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের অকাল প্রয়াণে আমি শোকাহত৷ তাঁর গানের মধ্যে বিভিন্ন ধরনের আবেগ ধরা পড়ত, ফলে সব বয়সের মানুষ একাত্ম বোধ করতেন৷ তাঁর গানের মধ্যে দিয়েই আমরা তাঁকে মনে রাখব৷ তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা জানাই৷ ওম শান্তি৷ ‘
Saddened by the untimely demise of noted singer Krishnakumar Kunnath popularly known as KK. His songs reflected a wide range of emotions as struck a chord with people of all age groups. We will always remember him through his songs. Condolences to his family and fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 31, 2022
এ দিন কলকাতার নজরুল মঞ্চে বিবেকানন্দ কলেজের একটি অনুষ্ঠানে গান করছিলেন কেকে৷ অনুষ্ঠান চলাকালীনই তিনি অসুস্থ বোধ করেন বলে খবর৷ এর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
Topics
KK PM Modi Singer Bollywood Entertainment Kolkata