কলকাতা টুডে ব্যুরো:হৃদযন্ত্রজনিত সমস্যা ছিল কেকে-র’। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। পুলিশ সূত্রে খবর রাসায়নিক বিশ্লেষণের পর মিলবে চূড়ান্ত রিপোর্ট।
অন্যদিকে নজরুল মঞ্চ পরিদর্শন করলেন KMDA-র কর্তারা। মঙ্গলবার কে কে-র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় কোনও ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে এদিন KMDA-র ডিজি সুপ্রিয় মাইতির নেতৃত্বে ঘটনাস্থলে যায় এখটি প্রতিনিধিদল। নজরুল মঞ্চের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ঠিকঠাক কাজ করছে কিনা খতিয়ে দেখেন তাঁরা। উদ্যোক্তাদের তরফে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে দাবি করেছেন KMDA-র প্রতিনিধিরা। এ ধরনের ঘটনা আটকাতে ভবিষ্যতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে KMDA।
জানা যাচ্ছে বৃহস্পতিবার মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে কে কে-র। মুম্বইয়ের ভারাসোভা শ্মশানে হবে কে কে-র শেষকৃত্য।