Home সংবাদসিটি টকস Kolkata High Court -জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় এখনই চার্জশিট নয়

Kolkata High Court -জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় এখনই চার্জশিট নয়

by Web Desk
Kolkata High Court -জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় এখনই চার্জশিট নয়

Kolkata High Court :বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় এফআইআরকে চ্যালেঞ্জ জানাল বিজেপি । কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ১০ জন বিজেপি বিধায়ক। উল্লেখ্য, বুধবার বিধানসভায় বিক্ষোভ কর্মসূচি পালন করাকালীন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে বিধানসভার অম্বেডকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন শাসকদলের মন্ত্রী, বিধায়কেরা। ওই একই সময়ে তৃণমূলের বিক্ষোভস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে বিধানসভার সিঁড়িতে বসে পাল্টা বিক্ষোভ করছিলেন বিজেপি বিধায়কেরা। বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদের সুর তুলছিলেন বিজেপি বিধায়করা। তবে এসবের মাঝেই, তৃণমূল বিধায়কেরা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন,আর ঠিক সেই সময়, বিজেপি শিবির থেকে স্লোগান শোনা যাচ্ছিল বলে অভিযোগ করে তৃণমূল। এ নিয়ে মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তোলেন। পরে বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উপমুখ্যসচেতক তাপস রায় ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিধানসভার স্পিকারের কাছে একটি অভিযোগপত্র জমা দেন। আর এবার এর পাল্টা দাবিতে বিজেপি দ্বারস্থ হল কলকাতা হাই কোর্টের। তাঁরা এই মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। আবেদন মঞ্জুর করে মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সোমবার দুপুর ১টায় এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Comment