কলকাতা টুডে ব্যুরো:বারবার তলবেও গরহাজির, নূপুরের বিরুদ্ধে লুক আউট নোটিস কলকাতা পুলিশের। বিজেপির সাসপেন্ডেড নেত্রীর বিরুদ্ধে লুকআউট নোটিস। নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানায় নূপুরের বিরুদ্ধে এফআইআর। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর। দুই থানা থেকে নূপুরকে তলব সত্ত্বেও আসেননি নূপুর শর্মা।
গত ২০ জুন তাঁকে হাজিরার জন্য সমন পাঠানো হয়। কিন্তু নুপূর শর্মা নিরাপত্তা ইস্যু তুলে চার সপ্তাহ সময় চান। ই-মেল পাঠিয়ে তিনি জানান, সুরক্ষা নিয়ে চিন্তিত, চার সপ্তাহ সময় দেওয়া হোক। চার সপ্তাহ বাদে ফের সমন পাঠানো হয় তাঁকে। কিন্তু এবারেও তিনি হাজিরা এড়িয়ে যান। একইভাবে আমহার্স্ট স্ট্রিট থানাও বার দু’য়েক তলব করে বহিষ্কৃত বিজেপি নেত্রীকে। সেই হাজিরাও এড়িয়ে যান তিনি।
আরও পড়ুনঃ ক্যান্সার প্রতিরোধে উদ্যোগ কলকাতা পৌরসভার
হজরত মহম্মদকে নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের জেরে গত মাসে বাংলার বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ হয়। রীতিমতো হিংসা ছড়িয়ে যায় বিভিন্ন এলাকায়। যার জেরে বিভিন্ন শহরের একাধিক থানায় নূপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।