Home সংবাদসিটি টকস দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই ধনদেবীর আরাধনায় ঋতু

দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই ধনদেবীর আরাধনায় ঋতু

দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই ধনদেবীর আরাধনায় ব্রতী বাঙালি। আম জনতার পাশাপাশি তারকাদের বাড়িতেও ছবিটা একই। দেশে না থাকলেও লক্ষ্মী পুজোর সেলিব্রেশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই ধনদেবীর আরাধনায় ব্রতী বাঙালি। আম জনতার পাশাপাশি তারকাদের বাড়িতেও ছবিটা একই। দেশে না থাকলেও লক্ষ্মী পুজোর সেলিব্রেশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

পুজোর সময়টা কলকাতা থেকে মুম্বই-চষে বেরিয়েছেন অভিনেত্রী। পুজো মিটতেই শুক্রবার সিঙ্গাপুরে রওনা দিয়েছেন নায়িকা। কর্মসূত্রে সেখানেই থাকেন ঋতুপর্ণার স্বামী সঞ্জয়। ছেলেমেয়েরাও সেদেশেই পড়াশোনা করছে। সিঙ্গাপুরে পৌঁছেও লক্ষ্মী পুজো থেকে বিরত থাকলেন না ঋতুপর্ণা। প্রতি বছরই নিজের মতো করে মা লক্ষ্মীর আরাধনা করেন তিনি। এবারও তার ব্যতিক্রম নয়।

স্বল্প আয়োজনেই সারছেন পুজো। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেত্রী। পরনে চেক শাড়ি, থাকে পুজোর থালা। গাঁদা ফুলে সাজানো থালার মধ্যেই রাখা মা লক্ষ্মীর ছোট্ট প্রতিমা। আর সবার সঙ্গে ভাগ করে নিলেন লক্ষ্মী পুজোর শুভেচ্ছা।

লাল পাড়া কালো চেকের শাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী ঋতুপর্ণা। কপালে সুবিশাল লাল টিপ, মাথা রাঙানো সিঁদুরে। সাদামাটা সাজেই লক্ষ্মী পুজোয় ধরা দিলেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ লক্ষ্মী পুজো। জীবনে আপনারা অনেক ধনসম্পদ এবং সুখ পান, সেই কামনা করি’।

Related Articles

Leave a Comment