Home সংবাদসিটি টকস মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যাযের ভবানীপুরের বাড়িতে লক্ষ্মী আরাধনা

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যাযের ভবানীপুরের বাড়িতে লক্ষ্মী আরাধনা

দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই রবিবার কোজাগরী লক্ষ্মী পুজোয় ব্যস্ত বঙ্গবাসী। এই লক্ষ্মী পুজোয় যোগ দিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই রবিবার কোজাগরী লক্ষ্মী পুজোয় ব্যস্ত বঙ্গবাসী। এই লক্ষ্মী পুজোয় যোগ দিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রতিবছরই দুর্গা পুজোর পরে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করেন নিজের বাড়িতে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই বছরও অন্যথা হয়নি।

রবিবার নিজের বাড়িতে কোজাগরী আরাধনায় মাতেন খড়দার বিধায়ক। গত দু’বছর করোনা অতিমারির কারণে ছোট করে বাড়ির পুজো সম্পন্ন করেছিলেন মন্ত্রী। এই বছর করোনার রেশ কিছুটা কাটতেই ফের জাঁকজমক করে লক্ষ্মী পুজোর আয়োজন করেছেন তিনি।

নিজের বাড়ির কোজাগরি লক্ষ্মী পূজোর প্রস্তুতি শুরু করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি মন্ত্রী তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভন দেব চট্টোপাধ্যায় জানান, “এই রাজ্যে উৎপাদনে কোন ক্রাইসিস নেই, তাই জিনিসপত্রের দাম বাড়ারও কোন কারণ নেই। উৎসবের সময় বলে রাজ্য সরকার কঠোর মনোভাব নিয়ে চলছে না বলেই হয়তো দোকানীরা যে যেরকম পারছে দাম নিচ্ছে। এটা কখনোই ঠিক নয়। দুর্গা পুজোর সময় থেকে এখনো পর্যন্ত বাজারদর যেভাবে গগনচুম্বি হয়ে উঠেছে তা সাধারণ মানুষকে অস্বস্তির মধ্যে ফেলেছে।”

Related Articles

Leave a Comment