Home সংবাদসিটি টকস অর্জুন চৌরাসিয়ার মরদেহ নিয়ে রাজপথে বিজেপির শোকযাত্রা

অর্জুন চৌরাসিয়ার মরদেহ নিয়ে রাজপথে বিজেপির শোকযাত্রা

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:আদালতের নির্দেশে শনিবারই কম্যান্ড হাসপাতালে অর্জুনের মৃতদেহের ময়নাতদন্ত হয়। এরপরই শুরু হয় বিজেপি কর্মীদের শোকযাত্রা। মিছিলের স্রোতে ভেসেই বিজেপির সদর দফতরে নিয়ে আসা হয় অর্জুনের দেহকে। তারপর এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তা নিয়ে যাওয়া হয় কাশীপুরের বাড়িতে। শনিবারই শেষকৃত্য হবে নিমতলা মহাশ্মশানে।

 

 

এদিন ময়নাতদন্ত শেষ হতেই অর্জুনকে শেষবার দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরাও। এদিন কাশীপুরের যে এলাকায় অর্জুনের বাড়িতে সেখানে রীতিমতো ভিড়ও জমে যায়। তবে অবশেষে ঘরে ফিরল পাড়ার ছেলে। তবে পায়ে হেঁটে নয়। ঘরে এল অর্জুনের নিথর দেহ। এদিন এখানেও এলাকার যুব মোর্চার সদস্যরা অর্জুনকে শেষ শ্রদ্ধা জানান।

 

আরও পড়ুন: ’বিজেপি গ্রেট ইন্ডিয়ান লুঠ পরিচালনা করছে,’ টুইট মমতার

 

 

এদিন অর্জুনের বাডড়িতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা কল্যাণ চৌবে, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যেতির্ময় সিং মাহাতো সহ একাধিক শীর্ষ স্থানীয় বিজেপি নেতৃত্বকে অর্জুনের কাশিপুরের বাড়িতে দেখা যায়। তাঁরাও শেষ শ্রদ্ধা জানান অর্জুনকে। পা হেঁটেই তাঁরা এদিন ঘোষ বাগান লেনে এসে পৌঁছন।

Related Articles