Home রাজনৈতিক বিধানসভার নিয়োগেও দুর্নীতির অভিযোগ নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বিধানসভার নিয়োগেও দুর্নীতির অভিযোগ নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:এবার বিধানসভার নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিধানসভার বিভিন্ন পদে এমন অনেক লোকজনকে নিয়োগ করা হয়েছে, যাঁদের নথিপত্র জাল। তাঁদের মধ্যে কেউ কেউ তৃণমূলের ক্যাডার বলেও মন্তব্য করেছেন তিনি।

 

বিধানসভার চাকরিতে কোনও দুর্নীতি নেই বলেই পাল্টা দাবি করলেন অধ্যক্ষ বিমান বেন্দ্যাপাধায় ।বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘এগুলো অর্থহীন কথা। এই অভিযোগের কোনও ভিত্তি নেই। পুলিশ ভেরিফিকেশন ছাড়া বিধানসভায় কাউকে নিয়োগ করা হয় না।

 

পুলিশ আগে সবকিছু খতিয়ে দেখে, তারপরই নিয়োগ করা হয়।’ তাঁর দাবি, অন্যান্য জায়গায় হয়ত বিজেপি এ ভাবে নিয়োগ করতে অভ্যস্ত। বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিনি বলেন, রাজভবনে গিয়ে উনি খবর নিন। রাজভবনে কারা কাজ করেন, তাঁদের কী ব্যাকগ্রাউন্ড, তা জানলে কাজ দেবে।

Related Articles

Leave a Comment