কলকাতা টুডে ব্যুরো:বিধানসভায় অগ্নিপথ প্রকল্পের তীব্র বিরোধীতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সারাদেশে এভাবে আগুন জ্বালানো হচ্ছে। ৪ বছরের চাকরির নামে বিজেপি আসলে ক্যাডার তৈরি করতে চাইছে। ৪ বছর পর কী হবে কেউ জানে না। এটা সেনার চাকরি নয়। এই চাকরির ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক, সেনাবাহিনী করেনি। ৪ বছরের চাকরি অথচ সবাই পেয়ে গেল বন্দুকের লাইসেন্স। এটা সেনাবাহিনীকে অপমান।’
এদিকে মুখ্যমন্ত্রীর এই অভিযো শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রী বলেছেন অগ্নিপথ স্কিমের বিরুদ্ধে কথা বলেছেন। পশ্চিমবঙ্গে অশান্তির জন্য বিজেপি দায়িকে দায়ি করেছেন তিনি। তবে হাওড়া-উলুবেড়িয়া, সলপ, বেলডাঙার ঘটনা তিনি চাপা দিতে চেয়েছেন। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের বিরুদ্ধে একটাও কথা বলেননি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিপথ ইস্যুতে দেশের সেনা বাহিনীকে অপমান করেছেন। এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন গেরুয়া শিবিরের বিধায়করা।
অন্যদিকে সোমবার ত্রিপুরা গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র সরকারের আইসক্রিমের কড়া ভাষায় সমালোচনা করেন তিনি।