কলকাতা টুডে ব্যুরো:উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলেছে। তেমন হয়নি দক্ষিণবঙ্গে। এ ব্যাপারে আলিপুরের আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ একটু কমেছে সেখানে। এখন সেখানে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এ ছাড়া আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। অক্ষরেখার কারণে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছিল। সেটা একটু নেমেছে বলেই জানাল হাওয়া অফিস। কলকাতার ক্ষেত্রেও একই রকমের অবস্থা। হালকা থেকে মাঝারি বৃষ্টি। টানা বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব একটা পরিবর্তনও নেই।