কলকাতা টুডে ব্যুরো:ফের কেন্দ্রের প্রকল্প রাজ্য সরকার নিজের নামে চালানোর অভিযোগ তুললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট চট্টোপাধ্যায় বললেন,” কামারপুকুর ব্রীজ কয়েকদিনের জন্য খোলা হয়,লোকাল বিধায়ক বন্ধ করে দেয়।
রেল বারবার বলে,আমি চেষ্টা করি কিন্তু বারবার বন্ধ করে দেওয়া হয়।” তিনি আরো বলেন,” আমি পরিদর্শন করি কোনও সমস্যা নেই। কেন খোলা হচ্ছে না,আজ নাকি বলেছেন রেলের সঙ্গে কথা বলে সাতদিনের মধ্যে খুলে দেওয়া হয়েছে ।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৪ জন
সুবুদ্ধি হয়েছে। ” লকেটের সংযোজন,” আসলে কেন্দ্রীয় প্রকল্প নিজেদের নামে চালাতে চায়,আমরা পরিদর্শন না করলে হত না হয়তো। “লকেট চট্টোপাধ্যায় এদিন অস্ত্র উদ্ধার প্রসঙ্গে বলেন ,”তৃণমুল মানে অস্ত্র শিল্প, বোমা শিল্প। আসলে সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে তাই অস্ত্র মজুত হচ্ছে। বাংলা বারুদের স্তুপে রয়েছে।”