Home সংবাদসিটি টকস Lok Sabha Election 2024: নির্বাচন পরিচালনা কমিটিতে ৩৫ বিভাগে ১০১ সদস্য বিজেপি

Lok Sabha Election 2024: নির্বাচন পরিচালনা কমিটিতে ৩৫ বিভাগে ১০১ সদস্য বিজেপি

by Web Desk
Lok Sabha Election 2024: ৩৫ বিভাগে ১০১ সদস্য বিজেপি নির্বাচন পরিচালন কমিটিতে

এই কমিটিতে মোট ১০১ জন সদস্য থাকছেন

ইতিমধ্যেই বিজেপি নির্বাচন পরিচালনা কমিটি বানিয়ে ফেলেছে। মঙ্গলবার নিউ টাউনের একটি হোটেলে দিনভর বৈঠক হওয়ার পর রাজ্য বিজেপির তরফ থেকে নির্বাচন পরিচালন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে  মোট ১০১ জন সদস্য থাকছেন। তাঁদের নিয়ে তৈরি হচ্ছে ৩৫টি বিভাগ। সেই সব বিভাগের প্রধানদের নামও ঘোষণা করা হয়েছে। কিন্তু এই পুরো দলকে কে পর্যালোচনা করবেন সেই নিয়েই উঠছে প্রশ্ন।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বাংলার দায়িত্বপ্রাপ্ত চার কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকড়ার নাম রয়েছে সবার উপরে। এর পরে নাম রয়েছে ,পাঁচ সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। মোট ১৩ জনের তালিকায় রয়েছেন দুই সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধন্দ।

বিজেপির মতে, আনুষ্ঠানিক ভাবে ওই তালিকা এখনই প্রকাশ করা হবে না

এর সঙ্গে একটি তালিকা তৈরি হয়েছে, যার নামই দেওয়া হয়েছে ‘রাজ্য নির্বাচন পরিচালন কমিটি’। বিজেপির মতে, আনুষ্ঠানিক ভাবে ওই তালিকা এখনই প্রকাশ করা হবে না।

এখন যে তালিকা, তাতে সবার উপরে নাম রয়েছে কার্যালয় সম্পাদক প্রণয় রায়ের। তবে এরপর প্রচারের জন্য একাধিক ভাগ রয়েছে। কিন্তু সেখানে ভাবেই প্রণয় নির্বাচন কমিটির প্রধান নন। তিনি দফতরের দায়িত্ব নেবেন ঠিকই কিন্তু, বিজেপির নিয়ম অনুযায়ী কমিটির মাথায় এক জন চেয়ারম্যান থাকেন। আর সেই জায়গা আপাতত ফাঁকা রাখা হয়েছে।

আলোচনার নিরিখে বিজেপির বক্তব্য ,চেয়ারম্যান কে হবে সেটা এই মুহূর্তে বড় বিষয় নয়। ভোটের জন্য প্রস্তুতি চলছে, কমিটি গঠন হয়ে গিয়েছে, কাজে ভোটের কথা মাথায় রেখে লড়াইতে নামতে হবে আর এটাই এই মুহূর্তে মূল লক্ষ।

Related Articles

Leave a Comment