Home সংবাদবর্তমান আপডেট লোকসভা গ্যাস হামলা: ললিত ঝা-এর রহস্যময় জীবন

লোকসভা গ্যাস হামলা: ললিত ঝা-এর রহস্যময় জীবন

by Web Desk
Lok Sabha Gas Attack

লোকসভা গ্যাস হামলার ঘটনার পিছনে ললিত ঝা

লোকসভা গ্যাস হামলার ঘটনার পিছনে ললিত ঝা অন্যতম মূল ব্যক্তি ছিলেন এবং তার সম্পর্কে বেশ কিছু বিবরণ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ললিত এই শহরের অসংখ্য ক্যাম্পে থাকতেন। প্রথমে ঠিকানা ছিল মধ্য  কলকাতা। শুক্রবার ললিত তার নিজের ঠিকানা বদলে ফেলে। তিনি তার পরিবারের সাথে বাগুইআটির পালপাড়ায় তিন-চার বছর বসবাস করেন। আর স্থানীয়দের দাবি, ”খুব ভদ্র ছেলে ললিত।” তাঁরা বিশ্বাসই করতে পারছেন না যে ললিত এমন একটা কাণ্ড ঘটাতে পারে।

হতবাক স্থানীয়রা

খোঁজ নিয়ে জানা গেল, বড়বাজার এলাকার মুক্তারামবাবু স্ট্রিটের রবীন্দ্র সরণির পর বাগুইআটি এলাকার হেলাবটতলার পালপাড়ায় ললিত ঝা-এর ডেরা। স্থানীয়দের মতে, ললিত তার মা, বাবা এবং ভাইয়ের সাথে প্রায় তিন বছর সেখানে বসবাস করেন। বাড়ির মালিক শেফালী সরদার দাবি করেন, তিন-চার বছর ধরে তাঁরা এখানে ভাড়া থাকেন। কয়েকদিন আগে মা, বাবা, ভাই চলে যান। কিন্তু সেও ১০ তারিখ ঘরে তালা দিয়ে চলে যায়। যাওয়ার সময় জানান যে তিনি কয়েকদিনের মধ্যে ফিরবেন। এরপর ১৩তম সংসদে গ্যাস হামলার ঘটনা।

ললিতের খুঁটিনাটি

প্রতিবেশীদের মতে, ললিত প্রাইভেট টিউটর। মূলত, তিনি ইংরেজি মাধ্যমের পড়ুয়াদের পড়াতেন। ললিতকে প্রাথমিকভাবে তদন্তকারীরা ১৩ তারিখ লোকসভা গ্যাস হামলার মূল পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত করছে। শুক্রবার সকালে বাগুইআটিতে ললিতের ঠিকানায় পৌঁছায় পুলিশ। প্রতিবেশী ও মালিককে জিজ্ঞাসাবাদ করেন। তদন্তকারীরা ললিতের খুঁটিনাটি জানতে চান।

For More News Update, Follow-  https://kolkatatoday.com/ 

Related Articles

Leave a Comment