Home বিনোদন শান্তিনিকেতন ফুটে উঠবে বাংলা থেকে পাঁচ হাজার মাইল দূরে London-এ

শান্তিনিকেতন ফুটে উঠবে বাংলা থেকে পাঁচ হাজার মাইল দূরে London-এ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক – তাঁর চিন্তাভাবনা, তাঁর সঙ্গীত, তাঁর লেখনী বাঙালীর শিরাধমনীতে তো বইছে প্রতিনিয়তই । আন্তর্জাতিক স্তরেও তাঁর প্রভাব আজও অনুভূত প্রতিদিনই ।

‘মোদের তরুমূলের মেলা মোদের খোলা মাঠের খেলা’- এই মর্মে বিশ্বভারতীর প্রতিষ্ঠা ১৯২১ সালে । একটা অন্য রকম শিক্ষাব্যবস্থা চার দেওয়ালের বাইরে । সেকালের সেই ভাবনা একালের Your International Open Universityর অভিষেক বলা যেতে পারে ।

আজ ১০০ বছর পরে এসেক্স ইন্ডিয়ান্স চ্যারিটির তত্ত্ববধানে লন্ডনের ভারতীয় বিদ্যাভবনে অনুষ্ঠিত হতে চলেছে “শতবর্ষ পরে”। পরিচালনায় প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রী শৌণক চট্টোপাধযায় ও বাচিক শিল্পী সাম্য কার্ফা – সঙ্গে গানে, নৃত্যে, অভিনয়ে এসেক্স ইন্ডিয়ান্স এর পন্চাশ জন শিল্পী ।

শান্তিনিকেতন ফুটে উঠবে বাংলা থেকে পাঁচ হাজার মাইল দূরে কিন্তু বাংলাকে স্বাক্ষর রেখে “ ফিরে চল মাটির টানে” ।থাকবে শ্রীনিকেতনের গন্ধ “সব কাজে হাত লাগাই মোরা” মধ্যে । খাকবে “ বৃক্ষরোপণ” ও “কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা” । এইশ্নুষ্ঠানের জন্য সমগ্র মন্চসামগ্রী ও সাজসজ্জা আসছে কলকাতা থেকে। এক অসাধারন অনুষ্ঠানে ভরে উঠবে লন্ডন “ আমার মুক্তি আলোয় আলোয়” – ছডিয়ে যাবে প্রবাসী উত্তরসূরীদের মধ্যে Essex Indians এর Generation Next Festival এর মাধ্যমে ।

Topics

London  Santinikatan Rabindranath Tagore Poet Literature Entertainment Kolkata

Related Articles

Leave a Comment