Home সংবাদসিটি টকস হস্তশিল্পীদের সংগঠনের পাশে এবার মদন মিত্র

হস্তশিল্পীদের সংগঠনের পাশে এবার মদন মিত্র

by Soumadeep Bagchi
কলকাতা টুডে ব্যুরো: পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার হস্তশিল্পরা মদন মিত্রের কাছে এসেছেন একটি আবেদন নিয়ে। শান্তিনিকেতন,মালদা, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার হস্তশিল্পীরা এসেছে যাদের রোজগার হস্তশিল্প বিক্রি করে।এবং তারা একটি নতুন সংগঠন বানাতে চাইছেন যেটির নাম পশ্চিমবঙ্গ হস্তশিল্প সমন্বয় সমিতি।  এবং মদন মিত্র জানালেন ওই সংগঠনের পাশে তিনি থাকবেন।
এর আগেও এরা বিভিন্ন জায়গায় মেলায় মেলায় গিয়ে সোনার ঝুড়ি নামে হস্তশিল্পীদের তৈরি জিনিসপত্র বিক্রি করত।এদের মধ্যে অন্যতম একজন হস্তশিল্পী রাজর্ষি দাস তিনি মাক্স ম্যান নামে পরিচিত  তিনি করোনায় যেরম হস্তশিল্পীদের তৈরি মাক্স বিক্রি করেছেন পাশাপাশি তিনি আরও বিভিন্ন জিনিসপত্র নিয়ে তাদের এই হস্তশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নতুন সংগঠনটি শুরু করলেন। এবং তাতে তারা মদন মিত্র কে পাশে চায় এবং সেই আবেদন নিয়ে মদন মিত্রের কাছে ভবানীপুরে তারা এসেছিল এবং মদন মিত্র আশ্বাস দিয়েছেন যে তাদের সব রকম ভাবে সাহায্য করবেন।

Related Articles

Leave a Comment