Home সংবাদসিটি টকস (WBBSE result 2022):প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল!

(WBBSE result 2022):প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল!

by Soumadeep Bagchi
কলকাতা টুডে ব্যুরো:প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল (Madhyamik Results 2022)। এবছ মাধ্যমিকে পাশের হার ৮৬.৬০ শতাংশ। এবারে প্রথম হয়েছেন দু জন। রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুল বাঁকুড়ার অর্ণব ঘড়াই ও রৌনক মণ্ডল, পূর্ব বর্ধমানের সিএমএস স্কুল ৬৯৩ নম্বর পেয়ে। দ্বিতীয় স্থানেও রয়েছে দুজন।  আজই স্কুল গুলি থেকে সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।
২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা হবে ২৩ ফেব্রুয়ারি।  এ বার মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়। পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজারের বেশি।
এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পংয়ে ৯৪.৭১, পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২ এবং কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশের বেশি।

Related Articles

Leave a Comment