কলকাতা টুডে ব্যুরো:প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল (Madhyamik Results 2022)। এবছ মাধ্যমিকে পাশের হার ৮৬.৬০ শতাংশ। এবারে প্রথম হয়েছেন দু জন। রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুল বাঁকুড়ার অর্ণব ঘড়াই ও রৌনক মণ্ডল, পূর্ব বর্ধমানের সিএমএস স্কুল ৬৯৩ নম্বর পেয়ে। দ্বিতীয় স্থানেও রয়েছে দুজন। আজই স্কুল গুলি থেকে সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।
২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা হবে ২৩ ফেব্রুয়ারি। এ বার মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়। পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজারের বেশি।
এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পংয়ে ৯৪.৭১, পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২ এবং কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশের বেশি।