কলকাতা টুডে ব্যুরো:প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের অধীনে সঞ্জয় রাউতকে রবিবার রাতে গ্রেফতার করা হয়। সোমবার বিশেষ পিএমএলএ আদালতে তুলে সঞ্জয়কে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে ইডি আধিকারিকদের।
রবিবার বিকেল চারটে নাগাদ সঞ্জয়কে আটক করে ইডি। তারপর তাঁকে ইডির কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য বের করা হয়। সেইসময় তাঁকে অনুগামীদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। পরে রাতে সঞ্জয়কে গ্রেফতার করা হয়।
এর আগে ‘চাওল’ সংস্কারে আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলায় তলব করা হয়েছিল সঞ্জয় রাউতকে। তবে তিনি হাজিরা দেননি। এই আবহে রবিবার সকালে মুম্বইয়ে শিবসেনা সাংসদের বাসভবনে হাজির হন ইডির আধিকারিকরা। এই মামলায় তাঁর স্ত্রী এবং ‘সহযোগীদের’ নামও জড়িয়েছে।
Topics
Maharashtra ED Sanjay Raut Shiv Sena Administration Kolkata