Home সংবাদবর্তমান আপডেট গান্ধীজি ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

গান্ধীজি ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

জাতির জনক মহাত্মা গান্ধী ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: জাতির জনক মহাত্মা গান্ধী ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ ঘাট ও বিজয় ঘাটে গিয়ে ফুল দিয়ে এদিন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি রবিবার দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় লাল বাহাদুর শাস্ত্রীর বিভিন্ন সময়ের ছবি নিয়ে তৈরি হওয়া একটি গ্যালারিরও উদ্বোধন করেন মোদী। সাধারণ মানুষকে মিউজিয়ামে এসে তা দেখার অনুরোধও করেছেন তিনি।

গোটা বিশ্বেই মহাত্ম গান্ধীর জন্মদিন অহিংসার স্বরুপ হিসেবে মেনে চলা। সামাজিক ও রাজনৈতিক পটপরিবর্তনের জন্য তাঁর অহিংস আন্দোলনের দর্শন এখনও আন্তর্জাতিক স্তরে প্রাসঙ্গিক। গান্ধীজির ১৫৩তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, “এই গান্ধী জয়ন্তী আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এবার আজাদি কা অমৃত মহোৎসব সাদরে পালিত হয়েছে। আপনার হয়তো বাপুর আদর্শে সবসময় বেঁচে থাকবেন। তাঁকে শ্রদ্ধা নিবেদন করতে আজ খাদির পোশাক কিনুন।”

রবিবার গান্ধীজির পাশাপাশি ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ও জন্মদিন। তাঁকে নিয়ে টুইটারে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। টুইটারে তিনি লেখেন, “লাল বাহাদুর শাস্ত্রী জি তার সরলতা এবং সিদ্ধান্তমূলকতার জন্য সারা ভারতে প্রশংসিত। কঠিন সময়ে তাঁর নেতৃত্ব ইতিহাস সব সময় মনে রাখবে। তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাই।”

Related Articles

Leave a Comment