Home রাজনৈতিক ‘নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মহুয়া মৈত্রকে,’দাবি থেকে সরলেন না শমীক

‘নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মহুয়া মৈত্রকে,’দাবি থেকে সরলেন না শমীক

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:”পরিকল্পিত ভাবে কালী সম্পর্কে যে বিতর্কিত মন্তব্য করেছেন সাংসদ মহুয়া মৈত্র, তাতে সমাজে একটা বিভাজনের রাজনীতির বার্তা দেওয়া হচ্ছে।” সাংবাদিক বৈঠক করে বললেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য।

 

তিনি মহুয়া মৈত্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আরও বললেন,”আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই এব্যাপের  নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সাংসদকে। এব্যাপারে আমাদের দাবি থেকে আমরা সরছি না।”

আরও পড়ুনঃ কালি বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রীর মুখে মা কালীর স্তুতি

 

নাম না করে সরকারি অনুষ্ঠান থেকে তাঁকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবার মোদিকে পালটা দিলেন মহুয়া মৈত্র । প্রধানমন্ত্রী তথা বিজেপির উদ্দেশে তাঁর পরামর্শ, “যে বিষয়ে জানেন না সে বিষয়ে কথা না বলাই ভাল। বেশি মা মা করলে খেসারত দিতে হবে।”

Related Articles

Leave a Comment