কলকাতা টুডে ব্যুরো:কয়লাপাচার কাণ্ডে এবার তলব রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও পুরুলিয়া জেলার বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকে।
কয়লাপাচার কাণ্ডে রাজ্যের সে সব হেভিওয়েটদের নাম উঠে এসেছে তাঁদের মধ্যে অন্যতম রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এর আগেও তাঁকে ৩ বার ডেকে পাঠানো হয়েছিল এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। যদিও রাজ্যের শাসক শিবিরের দাবি, একুশের ভোটে হেরেও বিজেপির শিক্ষা হয়নি। আর তাই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে তৃণমূলের নেতা, বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের হেনস্থা করার পথে হাঁটছে।
আরও পড়ুনঃ দার্জিলিং-এ রাজ্যপালের সঙ্গে চা খেলেন মুখ্যমন্ত্রী, খোঁচা সেলিম-অধীরদের
অন্যদিকে কয়লা ও গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রকে পলাতক আর্থিক তছরূপকারী ঘোষণার দাবিতে পাতিয়ালা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। আদালত আবেদন মঞ্জুর করলেই দেশে-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিনয় মিশ্রের নামে-বেনামে সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে তদন্তকারী সংস্থা।