চেয়ারপার্সন হবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে
শনিবারের হওয়া ভার্চুয়াল বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হল, চেয়ারপার্সন হবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। শনিবারের অন্যতম আলোচনার বিষয় ছিল কাকে করা হবে চেয়ারপার্সন। আর এবার সেই সিদ্ধান্তেই আসা। সূত্রের খবর অনুযায়ী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম নিয়েই অনেক জল্পনা চলে গত কয়েক দিন ধরে। কিন্তু সূত্রের খবর, নীতীশের নাম প্রস্তাবিত হলেও, তিনি অস্বীকার করেন।
শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতিকেই চেয়ারপার্সন করল ‘ইন্ডিয়া’। জানা যাচ্ছে শনিবারের ভার্চুয়াল বৈঠকে যোগ দেয়নি বাংলার শাসকদল তৃণমূল। তবে চেয়ারপার্সন হিসাবে খড়্গের নাম প্রকাশ্যে আসতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথায়, ‘‘এটাই তো আমাদের নেত্রী মমতা বলেছিলেন। তা হলে এত দিন ধরে জলঘোলা করে লাভ কী হল?’’
মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন
‘ইন্ডিয়া’র আগের বৈঠক অর্থাৎ গত ১৯ ডিসেম্বর এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন, খড়্গেকে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হোক। মমতার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন আম আদমি পার্টি-র প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও। এই বিষয় সেভাবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কাওকে দায়িত্ব নিতে হবে আর অনুযায়ী এবার দাওিত্বভার সামলাতে চলেছেন খড়্গে । অর্থাৎ, কোনও আঞ্চলিক নেতাকে সেই পদে বসানো হল না। সর্বভারতীয় কংগ্রেসের সর্বোচ্চ নেতাকেই বেছে নেওয়া হল ‘ইন্ডিয়া’র চেয়ারপার্সন হিসাবে।
শুক্রবারের হওয়া এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত না থাকার কথা আগেই জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে । এমনকি ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শনিবারের ভার্চুয়াল বৈঠকে যোগ দেননি।