কলকাতা টুডে ব্যুরো:পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
সেই চিঠিতে তিনি লিখেছেন, “যে সময়কালে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে, তখড় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এটা সরকারের পক্ষে কলঙ্কজনক ঘটনা। এখন পার্থ রাজ্য মন্ত্রিসভার শিল্প ও বাণিজ্যমন্ত্রী। আমি অনুরোধ করছি, সেই পদ থেকে অবিলম্বে তাঁকে সরানো হোক।”
অধীর চৌধুরীর বক্তব্য, “২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন এই দুর্নীতির সূত্রপাত। তা সরকারের কাছে লজ্জাজনক। তাই এই বিষয়ে তদন্ত যতদিন চলছে, ততদিন মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হোক পার্থ চট্টোপাধ্যায়কে।”
Topics
Mamata Banerjee Adhir choudhury Congress TMC Administration Kolkata