কলকাতা টুডে ব্যুরো:Partha Chatterjee-কে মন্ত্রিসভা থেকে অপসারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এসএসসি দুর্নীতির তদন্তে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। দলের পক্ষে কুণাল ঘোষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেবে দল।
ইডির হেফাজতে রয়েছেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে অভিযান চালিয়ে টালিগঞ্জের পর বেলঘরিয়াতেও পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল পরিমান টাকা। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার সয়েছে। এইসব অভিযোগের সঙ্গে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের।
শুধু বিরোধী রাই নয় বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের দাবি তোলেন। শেষমেষ পার্থকে অপসারণ করার সিদ্ধান্ত নিলেন মমতা।
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata