Home সংবাদবর্তমান ঘটনা অবশেষে অপসারিত Partha, তাঁর দপ্তরগুলি এখন Mamata-র

অবশেষে অপসারিত Partha, তাঁর দপ্তরগুলি এখন Mamata-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পরিষদীয় ,শিল্প -বাণিজ্য,এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে ।এই সমস্ত বিভাগ আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে থাকবে বলে জানানো হয়েছে।

মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর পর প্রথমবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বললেন, ’’পার্থদার কাছে যে যে দফতরগুলি ছিল, সেগুলি আপাতত আমার কাছে আসছে। হয়ত কিছুই করব না, কিন্তু যেহেতু যতক্ষণ নতুন করে মন্ত্রিসভা গঠন না করছি… তাই পার্থদাকে রেহাই দিয়েছি। এই দফতরগুলো আমার কাছে এসেছে।’’

টালিগঞ্জের অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্য়াটে প্রথমবার হানা দেয় ইডি। সেখান থেকে ২১ কোটি টাকা উদ্ধার করে ইডি। তার পরের দিন সকালেই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্য়ায়কে। গ্রেফতারির পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। বিরোধীদের পক্ষ থেকে সমানে পদত্যাগের দাবি উঠতে থাকে।

Topics

Mamata Banerjee  BJP  TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment