কলকাতা টুডে ব্যুরো:মন্ত্রিসভার বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন। তিনি বৈঠকে বলেন মন্ত্রিসভার অপমান হয় এমন কোন কাজ করবেন না।
প্রত্যেকে যেন নিজের দপ্তরের ভাল করে কাজ করে সে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত বলা যেতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের মত ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই হুশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে এদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মন্ত্রী সবাই বেশ কিছু রদবদল করা হবে। এই বৈঠকের মধ্যেই সতর্কবার্তাও দেন মুখ্যমন্ত্রী যে এমন কোন কাজ যাতে কেউ না করে যাতে করে সরকারের বদনাম হয়।
পাশাপাশি এই দিন রাজ্যে আরো সাতটি নতুন জেলার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে নতুন জেলার ঘোষণা করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata