কলকাতা টুডে ব্যুরো:বিচারাধীন বিষয় আমি কিছু বলব না আইন আইনের পথেই চলবে। কেঁচো খুঁড়তে গিয়ে গোখরা বেরিয়ে যাবে বেহালার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের অনুষ্ঠান থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন গোটা দেশে কি চলছে ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে আমি কোন অন্যায়কে সমর্থন করছি না না করেই একথা বলছি।
তিনি প্রশ্ন তোলেন,” আমাদের দেশের রাজনৈতিক স্বাধীনতা কি রয়েছে অর্থনৈতিক স্বাধীনতা কি রয়েছে এই বেশ সকলের জন্য কারো
র দয়ায় আমরা দেশে বাস করি না।”
“যারা স্বাধীনতার ব্যাপারে কিছুই জানে না তারা এখন ঝাণ্ডার কথা বলে। তবে তারা একবার ঝাণ্ডার কথা বললে তিনবার ডান্ডার কথাও বলে ,”বেহালায় স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিরোধীদের নাম না করে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata