Home সংবাদসিটি টকস আমার বাড়িতে ED ও CBI গেলে কী করবেন?’ প্রশ্ন তুললেন Mamata

আমার বাড়িতে ED ও CBI গেলে কী করবেন?’ প্রশ্ন তুললেন Mamata

by Kolkata Today

‘কলকাতা টুডে ব্যুরো:কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের অভিযোগ তুললেন। সেইসঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, ‘আমার বাড়িতে ED ও CBI গেলে কী করবেন?’

মমতা বলেন, ‘আমি বলি কি ভয় লাগছে? । কাল যদি আমার বাড়িতে ED ও CBI  যায়, আপনারা কী করবেন? রাস্তায় নামবেন তো?’ মমতা বলেন, ‘গণতান্ত্রিকভাবে আন্দোলন করবেন তো? আমারটা আমি একাই লড়ে নেব। কিন্তু আপনাদেরটা আপনাদের লড়ে নিতে হবে তো?” তাতেও সম্মতি জানান তৃণমূল কর্মী-সমর্থকরা। মমতা বলতে থাকেন, “যদি আমার কোনও সহকর্মীকে ইচ্ছা করে জেলে ধরে রেখে দেয়, তাহলে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করতে হবে।”

অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। সেই প্রসঙ্গে মমতা বলেন, “কী বলছে এখন? গরুর টাকা নিয়েছে। গরুর টাকা কোথা থেকে আসে? উত্তরপ্রদেশ থেকে কেন তুমি গরু পাঠাও বাংলা দিয়ে? বিহার থেকে কেন তুমি গরু পাঠাও বাংলা দিয়ে? আমি অনেকবার বলেছি, আমাদের বর্ডারে ঢুকতে দেব না। গরু দেখার দায়িত্ব কার? বিএসএফের। বিএসএফের মিনিস্টার কে? হোম মিনিস্টার অমিত শাহ। কয়লা কার অধীনে? কোল ইন্ডিয়ার অধীনে। যা কেন্দ্রীয় সরকারের অধীনে।”

Topics

Mamata Banerjee BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment