কলকাতা টুডে ব্যুরো:বুধবার বহু প্রতিক্ষিত ইস্টবেঙ্গলের আর্কাইভের উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই লাইব্রেরি তৈরিতে ৫৭ লক্ষ টাকা খরচ হয়েছে। এই টাকার পুরোটাই ইস্টবেঙ্গল কর্তাদের দেবে রাজ্য সরকার। পাশাপাশি বাংলার অন্যতম ঐতিহ্যশালী ক্লাবের জন্য ৫০ লক্ষ টাকা অনুদানেরও ঘোষণা করেন মমতা।
এদিন মোহনবাগান এবং মহমেডান ক্লাবের সদস্যরাও হাজির ছিলেন লাল-হলুদের অনুষ্ঠানে। সেই প্রসঙ্গ টেনে সৌভ্রাত্বের কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশআপাশি জানান এবার মহমেডান ক্লাবকেও ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।
স্পোর্টস ইউনির্ভাসিটির ঘোষণা করলেন মমতা। আর ইস্টবেঙ্গল ক্লাবে আর্কাইভের উদ্বোধনের উদ্বোধনে গিয়ে সেই ক্রীড়াপ্রেমীদের আরও একটা সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন এবার বাংলাতেও তৈরি হবে স্পোর্টস ইউনির্ভাসিটি। এই নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশ্ববিদ্যালয় তৈরির জন্য সরকার জমি দেবে সেকথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata