Home সংবাদবর্তমান ঘটনা ‘নিচুতলার পুলিশ কর্মীরা রাজ্যের সম্পদ,’বললেন Mamata

‘নিচুতলার পুলিশ কর্মীরা রাজ্যের সম্পদ,’বললেন Mamata

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:নিচুতলার পুলিশ কর্মীরা রাজ্যের সম্পদ। নিচুতলার পুলিশ কর্মীরা কাজ না করলে এই সাফল্য আসে না। ৩৬৫ দিনে একটা আকস্মিক ঘটনা ঘটে। একটা-দুটো ভুল হলেই সবাই সমালোচনা করেন।” বৃহস্পতিবার পুলিশের একটা অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সেখানেই পুলিশের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন একদিকে, অন্যদিকে সমস্ত সমস্যাও মেটানোর আশ্বাসও দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধানকে।

এদিন পুলিশে মহিলাদের ভূমিকায় বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মেয়েরা পুলিশে বেশি করে আসুক। মেয়েরা পুলিশে একটা বড় ভূমিকা নিক। মেয়েরা ছেলেদের কাজ করুক। মেয়েরা সামনে থাকবে। পিছনে থাকবে ছেলেরা। উইনার্স টিমের জন্য মহিলা নিয়োগ করা হচ্ছে। ৩ মাসের ট্রেনিংয়ে কাজ করবে উইনার্স বাহিনী।”

এদিন পশ্চিমবঙ্গ পুলিশকে আরও একটু ‘স্মার্ট’ হওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যেপাধ্যায়। তিনি বলেন, “কলকাতা পুলিশের যা স্ট্রেংথ আছে, তা ওদের নেই। তবে এখন অনেক আইসি, ওসি, এসপির সংখ্যা বেড়েছে। কমিশনারেট ও পুলিশের জেলার সংখ্যা বেড়েছে। মহিলা ওসির থানা চালাচ্ছেন।”

Topics

Mamata Banerjee  BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment