কলকাতা টুডে ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে ৷ বুধবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মমতা ৷ বললেন, ‘‘আমার বা আমার পরিবারের নামে যদি কোনও সরকারি জমি দখলের প্রমাণ পান, তদন্ত করে সব বুলডোজার দিয়ে ভেঙে দিন ।’’
বুধমার নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি বলেন ‘মুখ্যসচিবকে বলেছি তদন্ত করুন । আমার পরিবারের নামে কারও জমি দখলের অভিযোগ আসে, তার জবাব দেবে সে ।’’মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই হইচই পড়েছে রাজ্য রাজনীতিতে ৷ কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করলেন সেই প্রশ্নও উঠেছে ৷ যদিও মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন যে তিনি ও তাঁর পরিবারের কোনও সদস্যই অনৈতিকভাবে কারও জমি দখল করেনি ৷ কিন্তু নিজের কাছে পরিষ্কার থাকার জন্যই তিনি এই কথা বলেছেন ৷
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata