Home সংবাদসিটি টকস ‘এজেন্সি চাই না, চাকরি চাই’ : মমতা

‘এজেন্সি চাই না, চাকরি চাই’ : মমতা

SSC নিয়োগ দুর্নীতি, গরু পাচার কয়লা পাচার সহ একাধিক দুর্নীতি মামলা-সহ রাজ্যের একাধিক মামলায় গ্রেফতার রাজ্যের শাসকদলের হেভিওয়েটরা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: SSC নিয়োগ দুর্নীতি, গরু পাচার কয়লা পাচার সহ একাধিক দুর্নীতি মামলা-সহ রাজ্যের একাধিক মামলায় গ্রেফতার রাজ্যের শাসকদলের হেভিওয়েটরা। বিপুল পরিমাণে অর্থ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ। নম্বর কম পেয়েও রাজ্যের মন্ত্রী কন্যার চাকরি ইস্যু। ইতিমধ্যেই এই সব অভিযোগের ইস্যুতেই হাইকোর্টের নির্দেশে তদন্তের পর কড়া পদক্ষেপ নিয়েছে ED ও CBI। এদিকে SSC মামলায় গ্রেফতার হওয়ায় পার্থ চট্টোপাধ্যায় দল তথা মুখ্যমন্ত্রীর কোনও সাহায্য পাননি, মমতার শুধুই অনুব্রত মন্ডলের প্রতি সহানুভূতিশীল বলেই রাজনৈতিক মহলে খবর। এদিকে ঘাসফুলের নেতা-মন্ত্রীর মাথার উপর ঘুরছে একাধিক মামলা। এহেন মুহূর্তেই এদিন নেতাজি ইন্ডোরে বৃহস্পতিবার তৃণমূলের বিশেষ সাংগঠনিক অধিবেশনে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অনেক কাউন্সিলরের নামে অভিযোগ পাচ্ছি। দল আপনাকে টিকিট দিয়েছে দল এবং মানুষের জন্য কাজ করতে, নিজের জন্য কাজ করতে না। যদি বেশি অভিযোগ আসে, একদিন সকালে উঠে দেখবেন নামটা কেটে গিয়েছে।”

মমতা এদিন বলেন,’ তৃণমূল কংগ্রেসে টিকিট পেতে লবি করতে হয় না। যে কাজ করবে তাঁকে দল খুঁজে নেবে। পুজোর পর থেকে আবার দলীয় কর্মসূচি শুরু হবে। কোনও বিধায়ক লেটারহেডে চাকরির অনুরোধ করবেন না। মুখে কথা বলুন, ফোনেও সব বলবেন না। জেলায় জেলায় আইবি-র লোকেরা বিজেপির।’ এরপরেই এদিন তিনি বলেন, ‘এজেন্সি চাই না, চাকরি চাই।’

মমতা এদিন শেখ হাসিনার ভারতে আশা প্রসঙ্গে বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে কেন ডাকা হল না বাংলাকে? শেখ হাসিনা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এই প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাকে বাদ দেওয়া হল। চিন, শিকাগোতেও আমাকে যেতে দেওয়া হয়নি।

Topics

Mamata Banerjee BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment