কলকাতা টুডে ব্যুরো: দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনেও মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে উত্তর কলকাতার পোস্তায় ব্যবসায়ী সমিতির পুজো উদ্বোধন করেছেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরপাল বিনীত গোয়েল-সহ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক, শশী পাঁজা এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। এ দিন মণ্ডপ উদ্বোধনের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা যায় সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা। তিনি বলেন, ‘‘পোস্তায় সব বর্ণের, সব জাতির মানুষ থাকেন। এখানে কোনও ভেদাভেদ নেই। সবাই একসাথেই থাকেন।’’ এরপরই তাঁর অঙ্গীকার, আগামী দিনেও ‘একসাথেই থাকব’। Mamata বলেন, ‘এভাবেই সকলে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের কখনও খারাপ দিন দেখতে হবে না। আপনাদের যদি খারাপ দিন আসে দিদি আপনাদের পাশে থাকবে।’
এদিন হেস্টিংস ঘাট, দইঘাটে ছটপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপরই সেখান থেকে পৌঁছন পোস্তায়। পোস্তা থেকে ছ’টি ছটপুজোর ঘাটের উদ্বোধনও করেন। একইসঙ্গে পোস্তা বাজারের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে মমতা বলেন, “প্রতি বছরের মতোই এসেছি শুভেচ্ছা জানাতে। এবার একইসঙ্গে ছটপুজোও। আমি ছটপুজোর উদ্বোধন করেছি। হেস্টিংস ঘাটের পর দইঘাটেও গিয়েছি। ছ’টি ঘাটের উদ্বোধন করেছি। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনও করলাম। আমি খুব খুশি, সারা বাংলাজুড়ে দুর্গাপুজো, কালীপুজো আপনারা ভালভাবে করেছেন। সকল ধর্ম, সকল সম্প্রদায়ের মানুষ সামিল হয়েছেন। ঈদও ভালভাবে পালিত হয়েছে। ছট পুজো, জগদ্ধাত্রী পুজোও হবে। বড়দিন আসছে। উৎসবের পর উৎসব।”