Home সংবাদসিটি টকস স্বরাষ্ট্রমন্ত্রী আগে দিল্লী দেখুন,’ অমিত শাহকে পাল্টা আক্রমণ মমতার

স্বরাষ্ট্রমন্ত্রী আগে দিল্লী দেখুন,’ অমিত শাহকে পাল্টা আক্রমণ মমতার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:আজকের দিনে তৃতীয় বারের জন্য শপথ নিয়েছিলাম। তাই আজকের দিনটিকে বেছে নিয়েছি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানানোর জন্য। আমাদের কর্মীরা আমাদের ভরসা।  তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন,”আমাদের প্রতি যেন মা মাটি মানুষের ভরসা অটুট থাকে। আমরা তাঁদের ভরসা করি। ভুল হলে ধরিয়ে দেবেন। কিন্তু কাজের সুযোগ যেন ঠিক মতো পাই। কাজ করতে অনুপ্রেরণা দেবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে। যদি কোনও ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা ভুল করে থাকি, কারও খারাপ লেগে থাকলে, আমরা ক্ষমাপ্রার্থী।”

আরও পড়ুনঃ ‘দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা- মাটি- মানুষ জয় লাভ করেছিল,’টুইট Mamata Banerjee-র

মমতা বলেন,”বাংলা উন্নয়নের পথে। মানুষের সঙ্গে। মানুষের সঙ্গে থেকেই আমাদের কাজ করতে হবে। যে মানুষ পরিষেবা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, তার কাছে পরিষেবা পৌঁছে দিতে। পঞ্চায়েত স্তরে আরও বেশি কাজ করতে হবে। পুরসভায় আরও কাজ করতে হবে।সরকার ৫ মে থেকে ১০মে এই একমাস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছবে। পশ্চিম মেদিনীপুর যাব ১০ মে। সেখানে একটা  প্রশাসনিক বৈঠক হবে। ১১ মে বেলা ১২টায় একটি দলীয় বৈঠক করব। এর পর ঝাড়গ্রামে একটি প্রশাসনিক বৈঠক করব। ১২ মে বেলা ১২টায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে দলীয় বৈঠক করব। তার পর কলকাতায় ফিরে আসব।”

আরও পড়ুন : ‘বাংলার মানে বাণিজ্য নয়, বাংলার মানে বগটুই’,’ কটাক্ষ সুকান্তর

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু দিনের রাজ্য সফরে এসেছেন। বাংলা একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন শাহ। এদিন পাল্টা কেন্দ্র সরকার কে নিশানা করে মমতা বললেন,” পাবলিকের পকেট থেকে যে মানিট কাটা হচ্ছে, সেটা কাটমানি না ছাঁটমানি। প্রতি দিন পেট্রল, ডিজেলের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে। গ্যাসের দাম বাড়ছে। এটাও তো মানুষের পকেট কাটা হচ্ছে। সেই টাকাটা কোথায় যাচ্ছে? ১৭ লক্ষ কোটি টাকা। এটা কি মানি? পকেট কাটলে কী বলা হয় পকেটমার? কাটমানির সংজ্ঞা কী? তিনি আগে নিজেদের দিকে তাকান। মুর্শিদাবাদের খাতা খুললেই বুঝতে পারবেন গ্যাস, চাকরি আর পেট্রল পাম্পে পাইয়ে দেব নিয়ে কত হয়েছে।”

মমতার সংযোজন,”রোজকার মিথ্যাচারকে আমি ভ্রষ্টাচার মনে করি। রোজ মিথ্যা কথা বলাটা অন্যায়, অপরাধ। আর একই কথা বার বার বলে যাওয়া, হিজ মাস্টার্স ভয়েস,অঙ একই কথা বার বার বলে যাওয়া। এটা মিথ্যাচারের ভ্রষ্টাচার।”তিনি বলেন,”রোজকার মিথ্যাচারকে আমি ভ্রষ্টাচার মনে করি। রোজ মিথ্যা কথা বলাটা অন্যায়, অপরাধ। আর একই কথা বার বার বলে যাওয়া, হিজ মাস্টার্স ভয়েস, তোতাপাখির বুলি। একই কথা বার বার বলে যাওয়া। এটা মিথ্যাচারের ভ্রষ্টাচার।”

Topics

Mamata Banerjee BJP TMC Administration Kolkata

Related Articles