Home সংবাদসিটি টকস আগামী বছরের মধ্যে বাড়ি বাড়ি বিশুদ্ধ জল পৌঁছে যাবে’, প্রতিশ্রুতি মমতার

আগামী বছরের মধ্যে বাড়ি বাড়ি বিশুদ্ধ জল পৌঁছে যাবে’, প্রতিশ্রুতি মমতার

২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল। বৃহস্পতিবার নদিয়া জেলার রাণাঘাটে প্রশাসনিক বৈঠক থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল। বৃহস্পতিবার নদিয়া জেলার রাণাঘাটে প্রশাসনিক বৈঠক থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সভা থেকে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির কথা তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন ২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধবারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এদিন সেই কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, এই অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।

নদিয়া জেলার প্রশাসনিক সভা থেকে নাগরিকত্ব আইন নিয়ে বিজেপিকে বেঁধেন মুখ্যমন্ত্রী। ভোট এলে বিজেপি সিএএ নিয়ে রাজনীতি করে বলে সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্যদিকে ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানান ভোটার তালিকায় সবার নাম তোলার জন্য। নির্বাচন কমিশনের নিয়ম মেনে ১৮ বছর হলেই ভোটার তালিকায় নাম তোলার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কোথাও কোথাও সীমান্তবর্তী এলাকায় ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় ডিএম ও এসপিকে নজরদারি চালানোর নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। গ্রামের রাস্তা ঠিক করার জন্য এদিন জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Comment