কলকাতা টুডে ব্যুরো: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিশু দিবস উপলক্ষে দ্বাদশ শ্রেণিতে পাঠরত পড়ুয়াদের বিনামূল্যে ট্যাব কেনার অর্থ দিলেন তিনি। সোমবার মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু। পাশাপাশি দার্জিলিং থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকেন জিটিএ-র সদস্যরা। পড়ুয়াদের মমতা বলেন, ‘লোভ করতে যেও না। আজ আছি কাল নেই। লোভ করে কী হবে। নিজে দাঁড়িয়ে বলবেন আমার দাম কোটি-কোটি টাকা থেকে বেশি।মনুষত্বের দামের বিকল্প হয় না।’
নেতাজি ইন্ডোর থেকে মমতা বলেন, ‘আগে স্কুল কলেজে কম নম্বর দিত। আমাদের সময় হাত থেকে নম্বর গলত না। আর এখন কেউ ৮৮ কেউ ৯৯ পাচ্ছে। আমি ক্ষমতায় আসার পর বললাম সিবিএসসি-আইসিএসসি তে ছেলেমেয়েরা অনেক নম্বর পায়। সেই প্রতিযোগীতায় বেশি নম্বর না দিলে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে পড়বে। সেই জন্য বললাম বাড়িয়ে দাও নম্বর। যাতে তাঁরা সারা বিশ্বে নজর কাড়তে পারে।’
তিনি আরও বলেন, “আমাদের শিক্ষকরা ভাল পড়ান। ছাত্র-ছাত্রী ভাল তৈরি করেন। তাই স্মার্ট ফোন নিয়ে সারা পৃথিবী খুঁজবেন। আপনার যা চাই সব তথ্য পেয়ে যাবে। একটা জায়গা থেকে তথ্য নেবেন না। ক্রসচেক করবেন। কোনও ফেক-ভেক টিউব নয়, যে সত্য তথ্য দেবে তাঁকে ভরসা করবেন।’