কলকাতা টুডে ব্যুরো: ঝাড়গ্রাম জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে গিয়েছেন তিনি। এ দিন, মুখ্যমন্ত্রীকে ধামসা মাদলের সঙ্গে নাচতে দেখা যায়। পাশাপাশি আদি সম্প্রদায়ের কয়েকজন মানুষের হাতে ধামসা-মাদল তুলে দিতে দেখা যায় তাঁকে। এই সভাতেই উঠে এলো একশ দিনের বকেয়া টাকার প্রসঙ্গ। এই নিয়ে সরাসরি মোদি সরকারকে আক্রমণ করে মমতা বলেন, ‘১০০ দিনের টাকা বিজেপির টাকা নয়। পথে নামুন। আমি সঙ্গে থাকব। ঝাড়গ্রামে এবার বৃষ্টি কম হওয়ায় চাষের জন্য অসুবিধা হচ্ছে। তবে আমি তা দেখছি। আরও বেশি পুকুর কাটতে হবে। ২০২৪ এর শেষের দিকে প্রত্যেকের বাড়িতে খাবার জল পৌঁছে যাবে।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র আমায় বলে একটাকাও দেব না। তাহলে আমরাও বলতে পারি জিএসটি দেব না।১০০ দিনের টাকা ফিরিয়ে দাও, নইলে গদি ছেড়ে দাও। গ্রামীণ রাস্তা তৈরির টাকা দিতে হবে। ওরা মানুষকে প্রতারিত করছে।’ একই সঙ্গে তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন করে বলেন, ‘আপনাদের ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি অলচিকি জানি না।’
কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, ‘১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। তারা টাকা কেটে নিচ্ছে। আগে রাজ্য ট্যাক্স সংগ্রহ করত। এখন কেন্দ্র সরকার সব ট্যাক্স সংগ্রহ করে। রাজ্যগুলো টাকা দিচ্ছে না কেন্দ্র। যাই কিনতে যাচ্ছেন জিএসটি দিতে হচ্ছে। আর সেই টাকা দিল্লি চলে যাচ্ছে। উল্টে প্রাপ্য টাকা দিচ্ছে না। ১০০ দিনের কাজের টাকা বাধ্যতামূলক।’