কলকাতা টুডে ব্যুরো: আজমেঢ় শরিফে খজা মইনুদ্দিন চিস্তির দরগায় চাদর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ফুল দিয়ে খজাবাবার কাছে প্রার্থনা করলেন বাংলা তথা দেশের মানুষের মঙ্গলের জন্য। একইসঙ্গে ঘুরে দেখলেন আজমেঢ় শরিফের এই দরগা। গোলাপী রংয়ের রাজস্থানী চেলি পরিয়ে স্বাগত জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাথায় চাদর দিয়ে এদিন দরগায় প্রবেশ করতে0 দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সঙ্গে ছিলেন বাংলার মন্ত্রী ফিরহাদ হাকিমও।ফুল ও চাদর হাতে সিঁড়ি দিয়ে দরগায় প্রবেশ করতেই চতুর্দিক থেকে ‘দিদি দিদি’ চিৎকার শুরু হয়। বাংলার মুখ্যমন্ত্রীকে দেখে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করলেন রাজস্থানের মানুষরা। এরপর তাঁর যাওয়ার কথা রয়েছে পুস্করে।
জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা দিয়েছিলেন একদিন আগেই। তারই মধ্যে মঙ্গলবার দুপুরে রাজস্থান গেলেন বাংলার মুখ্যমন্ত্রী পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী, সেখানে অজমেঢ় শরিফে পৌঁছন।সেখানে তাঁর সঙ্গী হন বাংলার মন্ত্রী ফিরহাদ হাকিম ও তাঁর স্ত্রী।মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন দিল্লিতে জি ২০ বৈঠকের পরে অজমেঢ় শরিফে এবং পুষ্করে যাবেন।
অজমেঢ় এ যে দুইটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র রয়েছে, তার মধ্যে একটি হল অজমেঢ় শরিফ এবং অন্যটি হল পুষ্করের ব্রহ্মা মন্দির। দুই জায়গাতেই যাওয়ার ইচ্ছে অনেক দিনে বলে জানিয়েছিলেন মমতা। প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী ভিড় করেন দুই জায়গাতেই। এ দিন দিল্লি থেকে রাজস্থান পৌঁছে প্রথমে অজমেঢ় শরিফে যান মমতা।ফুল, ধূপ, চাদর মাথায় করে মাজার শরিফে মমতার সঙ্গে ঢোকেন ফিরহাদ।সমস্ত নিয়ম-নীতি মেনেই মঈনুদ্দিন চিস্তির দরগায় চাদর চড়ান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।আজমেঢ় শরীফ থেকে তাঁর পুষ্করেরব্রহ্ম মন্দিরে যাওয়ার কথা ছিল।