Home সংবাদবর্তমান ঘটনা 100 দিনের কাজের টাকা না দিয়ে কেন্দ্র চালাকি করছে, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

100 দিনের কাজের টাকা না দিয়ে কেন্দ্র চালাকি করছে, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

দিল্লিতে শীতকালীন অধিবেশনের আগে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক ছিল। সেই বৈঠক থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনার পর এইবার ১০০ দিনের প্রকল্পে বরাদ্দের আশ্বাসে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:দিল্লিতে শীতকালীন অধিবেশনের আগে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক ছিল। সেই বৈঠক থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনার পর এইবার ১০০ দিনের প্রকল্পে বরাদ্দের আশ্বাসে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলছে পঞ্চায়েত ভোট,তার আগেই  রাজ্যের জন্য GST ও আবাসিক সড়ক যোজনার টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।এবার রাজ্য পেলো একশো দিনের টাকা মেটানোর আশ্বাস।রাজ্যের  পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী।পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন 100 দিনের কাজের টাকা নিয়ে কথা হয়েছে,সূত্রের খবর কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বলেন 100 দিনের কাজের টাকা আপনারা পাবেন,আমি আশ্বস্ত করছি।আসা করি আপনারা ভালো কাজ করবেন। যদিও টাকা না আসা পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না রাজ্য ।মুখ্যমন্ত্রী বললেন দু বছর হয়ে গেছে টাকা বকেয়া,আগে টাকা দিক তারপর বিশ্বাস করব। ভুলে গেলে চলবে না বিজেপি সবকিছুকেই নিয়ন্ত্রণ করতে চায়,নিজেদের মতো করে পরিচালনা করতে চায়। একমাত্র আকাশ আর মাটিকেই ওরা নিয়ন্ত্রণ করতে পারছে না।

মুখ্যমন্ত্রী এও বললেন,অর্থবছরের দুমাস আগে স্কিমে টাকা গেলে সেই টাকার সঙ্গে সঙ্গে খরচ করা যায় না। তখন ওরা বলবে আমরা টাকা দেওয়ার সত্বেও রাজ্য সরকার খরচ করতে পারেননি। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কিভাবে করবে?টেন্ডার করতে টাইম লাগে না? রিপিয়ার করতে টাইম লাগে না? কাজ সম্পন্ন করতে টাইম লাগে না?ঠিক সময়ে টাকা দেওয়া উচিত কিন্তু এটাতো আরএক চালাকি।

00 দিনের কাজের টাকা না পাওয়াই অনেক জায়গায় ক্ষোভ তৈরি হয়েছে, এই নিয়ে কেন্দ্রের দিকে বারবার আঙ্গুল তুলেছে রাজ্য অভিযোগ করেছেন, কেন্দ্র টাকা দিচ্ছেন না রাজ্যের দাবী ১০০ দিনের কাজের বকেয়া রয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা,  এই নিয়ে গ্রাম উন্নয়ন মন্ত্রীর সাথে বৈঠক করেন রাজ্য, রাজ্যের দাবি ১০০দিনের প্রকল্প নিয়ে কেন্দ্র যা যা চেয়েছেন সব তথ্য দেওয়া হয়েছে এই প্রেক্ষাপটেই এবার ১০০ দিনের টাকা দেওয়ার আশ্বাস কেন্দ্রের কিন্তু এত দেরিতে কেন দিল্লিতে দাঁড়িয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Comment