কলকাতা টুডে ব্যুরো:২১-এ জুলাইয়ের মঞ্চে Mamata Banerjee-র বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। Trinamool নেত্রীর মঞ্চে প্রবেশের জন্য, পৃথক গেট বসানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের থাকার জন্য প্রস্তুতি তুঙ্গে Gitanjali Stadiumএ।
করোনাকালে (Corona) ২ বছর বন্ধ থাকার পরে এবার ২১ জুলাই তৃণমূলের সমাবেশ উপলক্ষ্যে প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতার একাধিক রাস্তা সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করল কলকাতা ট্রাফিক পুলিশ।
এদিন শহর কলকাতায় মানুষের ভিড় উপচে পড়বে বলে মনে করা হচ্ছে। এই আশঙ্কায়, আগেভাগেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতার একাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ।
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata