Home সংবাদসিটি টকস Martyrs’Day:‘এবার রেকর্ড ভিড়, আগামীর পথ দেখাবে 21st July’ সভা মঞ্চ থেকে দাবি Abhishek- এর

Martyrs’Day:‘এবার রেকর্ড ভিড়, আগামীর পথ দেখাবে 21st July’ সভা মঞ্চ থেকে দাবি Abhishek- এর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:”যে সংখ্যায় মানুষ সভাস্থলে এসে পৌঁছেছে তার অনন্ত ১০ গুণ মানুষ রাস্তায় রয়েছে।” মন্তব্য Abhishek Banerjee-র।

Abhishek Banerjee বলেন,” কে বড়, কে ছোটো, সেই লড়াইয়ে যাবেন না। এই লড়াইয়ে এক নম্বর হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দলে নেতাদের থেকে কর্মীদের মর্যাদা বেশি। কারণ সাংসদ, মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যানরা প্রাক্তন হতে পারেন, কর্মীরা কখনও প্রাক্তন হন না।”তিনি বলেন,”লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বাইরেও লড়াই করবে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে তো তৃণমূল জিতবেই। বাইরের রাজ্যেও জিতবেঅসম, ত্রিপুরা, মেঘালয়, গোয়ায় তৃণমূল গিয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না ভারতের বিভিন্ন রাজ্যে তৃণমূলের পায়ের তলার মাটি শক্ত হচ্ছে, ততদিন আমি জায়গা ছাড়ব না।”

 

প্রিয় যুব নেতাকে দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েন জনতা। হাততালি ও স্লোগানের সুর এতটাই চড়া হয়ে ওঠে যে, স্টেজে সেই সময় বক্তব্যরত Sudip Banerjee-কে ভাষণ খানিক থামাতে হয়। অভিষেক হাত দেখিয়ে সেই শোরগোল থামান। জননেত্রীকে দেখতে আসা ভিড় যে অভিষেককেও আইকন মনে করেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিনের ঐতিহাসিক শহিদ স্মৃতি স্মরণ করতে ভোলেননি অভিষেক। ট্যুইটে শহিদদের স্মরণ করে Abhishek লিখেছেন, “২১ জুলাই বাংলার ইতিহাসের পবিত্র দিন। ১৯৯৩ সালের ১৩ জন শহিদদে আমার শ্রদ্ধা জানাই। এবারের শহিদ দিবসে গর্জন আরও বাড়ান। কোনও চাপে নত হব না আমরা, আমাদের সবটুকু দেব মানুষের জন্য।”

Topics

Mamata Banerjee Rally BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment