Home সংবাদসিটি টকস মমতা সঙ্গে কথা বলতে বিধানসভার কক্ষে শুভেন্দু অধিকারী

মমতা সঙ্গে কথা বলতে বিধানসভার কক্ষে শুভেন্দু অধিকারী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: একুশের ভোটের ফলাফল ঘোষণার প্রায় দেড় বছর পর শুক্রবার বিধানসভায় প্রথমবার এক অনন্য ছবি দেখা গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে বিধানসভায় তাঁর কক্ষে গেলেন বিরোধী দলনেতা Suvendu Adhikar।

আবার বিধানসভায় তাঁর জবাবি বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় তাত্‍পর্যপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু সম্পর্কে। তিনি বলেন, বিরোধী দলনেতা কিছু প্রশ্ন তুলেছেন। আমি তাঁকে ভাইয়ের মতো ভাবি। আমি ওঁর সব প্রশ্নের উত্তর দেব।

মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার মধ্যে সৌজন্য সাক্ষাত্‍ ও আলোচনা হবে তা কোনও সপ্তম আশ্চর্য নয়। কিন্তু বাংলায় গত দেড় বছরে সেই পরিবেশ দেখা যায়নি। শুভেন্দু অধিকারী যেমন অভিযোগ করেন যে সরকার তাঁকে মর্যাদা দেয় না, তেমনই নবান্নের অনুযোগ যে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী সম্পর্কে আকছার অমার্জিত মন্তব্য করেন। সুষ্ঠু সম্পর্কের জন্য সৌজন্য পূর্বশর্ত হওয়া উচিত।

তবে শুক্রবার অবশেষে বরফ গলতে দেখা গেল। এদিন শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, অগ্নমিত্রা পলদের সঙ্গে দেখা করবার জন্য সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক এদিন দুপুরে বিধানসভায় তাঁর কক্ষে যান শুভেন্দু। তবে বিধানসভার অধিবেশনের জন্য বেল পড়ে যাওয়ায় সেই সাক্ষাত্‍ ছিল ক্ষণস্থায়ী। অধিবেশনের পর ফের দু’জনের কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবি বক্তৃতার পরেও এর রেশ থেকে যায়। বক্তৃতার পরে বিআর আম্বেদকরের প্রতিকৃতিতে মালা দিতে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি আবার প্রশ্ন করেন, বিরোধী দলনেতাকে ডাকা হয়নি? তাঁকে বলা হয়, বিরোধী দলনেতাকে ডাকা হয়েছিল। তিনি আসেননি।

Related Articles

Leave a Comment