কলকাতা টুডে ব্যুরো:এবার মমতার চার দিনের দিল্লি সফরের সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
মন্ত্রিসভার রদবদল নিয়ে দলীয় সাংসদদের সঙ্গে অভিষেক বৈঠক করবেন বলেই মনে করা হচ্ছে। ওই বৈঠকে থাকবেন দলের সর্বময় নেত্রী মমতাও।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতার একান্ত বৈঠক রয়েছে। সন্ধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীর দেখা করার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর সঙ্গে। সেই সাক্ষাতে মমতার সঙ্গে অভিষেকও থাকবেন কি না, তা খুব একটা স্পষ্ট নয়। তবে পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত কেলেঙ্কারি, তজ্জনিত সঙ্কট এবং মন্ত্রিসভার রদবদল নিয়ে দলীয় সাংসদদের সঙ্গে অভিষেক বৈঠক করবেন বলেই মনে করা হচ্ছে। ওই বৈঠকে থাকবেন দলের সর্বময় নেত্রী মমতাও।
বিরোধীরা অভিযোগ করছেন, বাংলায় ইডি সক্রিয় হয়ে ওঠায়, গোপন বোঝাপড়ার জন্য দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এরমধ্যে আগামী শনিবার রয়েছে দেশের উপ-রাষ্ট্রপতি নির্বাচন। সেই সময়ে মমতা থাকবেন দিল্লিতে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এবারের দিল্লি সফর রাজধানীর রাজনীতিতে অন্যমাত্রা যোগ করতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata